Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অপেক্ষার উল্লাস

: | : ২২/১১/২০১৩

এ বাবদ সকল ভালোবাসা জমা রেখো স্মৃতির আলমারিতে,
নিঃসঙ্গতার বোমারু হাসির তোপে আতঙ্কিত –
আমার ঘুমগল্পের দাবিতে ;
দূরগামী কথোপকথনের আড়ে পরবাসী তিন বিধবা বোন আগ্রাসী অরণ্যে
আপন কৃষ্টি আগলে রেখেছিলো,
আমিও নিস্তব্ধ বালুচরে হাল্কা টিয়া শাড়ির আঁচলে হলদে দুপুরে –
ছেঁকে নিচ্ছি মুঠো মুঠো সোনালী আবেগ ;

সমুদ্র যদি ধরিত্রীর হৃৎপিণ্ড হবে তবে তার ধার ঘেষে রুক্ষ শীতের শেষে
ছুটে আসবে এক উন্মত্ত ঘোড়সওয়ার,
ঈর্ষাকাতর আলবাট্রসদের বুকে ভূমিকম্প তোলে –
সেই পুঞ্জীভূত প্রেম ধারণে ।

১৩.১০.১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top