Top today
রাতের ছায়া
সাঁঝ হলো যেই ফিরল পাখি আপন আপন নীড়ে
পশ্চিমাকাশ লালচে আভায় লজ্জা-রাঙা মুখ-
নয়া-বধূর ঘোমটা খোলার সেই সে পরম সুখ
মন-পিয়াসী ঠিক তখনও আসেনি যে ফিরে!
আকাশ জুড়ে দিকে দিকে ঐ যে তারার খৈ
আলোর বানে ঝলমলিয়ে হাসছে যেন রাত
ইচ্ছে হলেই স্বপ্ন আছে ঠিক বাড়ালেই হাত
তবু কেন বুকের আগুন বইছে যে রৈ রৈ!
কী অপরূপ রূপের ছটা আজকে রাতের পট!
মন-মাতানো সুবাস ছড়ায় হাসনাহেনা ফুল
‘টুং’ করে ঐ বাজলো যেন কার সে কানের দুল
একটি পলক দেখতে তারে মন করে ছটফট।
নিঁদহারা এই দু’চোখে আর স্বপ্ন জাগে না
তারার দেশে হারিয়ে গেছে অভাগিনী মা!