Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চাঁদের সনে মেঘ উড়ে

: | : ২৩/১১/২০১৩

 

 

চাঁদের সনে মেঘ উড়ে
জলের বুকে ঢেউ
আমার মনে দোলা লাগে
বাসবে ভাল কেউ?

 
যে আমাকে বাসবে ভাল
তারে দেবো হৃদয়
হৃদয় তাহার ভরিয়ে দেবো
সোহাগ প্রীতির চুমোয়,

 
হিরের আংটি সোনার বালা
সাত-নড়ী হার গলায়
বেনারশী শাড়ী দেবো
লাল আলতা পায়;

 
আদর দেবো সোহাগ দেবো
দেবো প্রীতি অন্ত প্রান
প্রেম-দোলনায় দোলে দোলে
গাইব প্রেমের গান;

 
সোনার পালং রূপার চেয়ার
দু’জন দু’জনার
সুখে দুঃখে পাশাপাশি
সোনার এ সংসার;

 
ডাল ভাতে উদর পূর্তি
হৃদয় পূর্তি প্রেমে
শাখ খেয়ে ঘিয়ের ঢেক
সুখ উল্লাশে জমে।

 
হাতে হাত, কাঁধে কাঁধ
চলব পাশাপাশি
কাতর চোখের নিরব প্রেমে
উঠবে হৃদয় হাসি।

 

.

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top