Top today
ছেলে আমার বড় হয়েছে
ছেলে আমার বড় হয়েছে, অনেক করেছে নাম
সে যে আজ শহুরে হয়েছে, ভুলতে বসেছে গ্রাম ।
ছেলে আমার থাকে যেথা সুন্দর বিশাল বাড়ি
কিনেছে নাকি অনেক দামি গাড়ি,
ছেলে আমার অফিস করে সেটা ও নাকি তার-ই ।
সে যে আমার অতি আদরের অমূল্য রতন
কাঁদা মাটিতে জন্ম তার কাদার মতই মন ।
একবার আমি গিয়ে ছিলাম বলতে কিছু কথা
ফিরে এলাম,
না বলিলাম, যদি পায় সে মনে ব্যাথা।
আনাহারে অর্ধাহারে কেটেছে শিশু কাল
খোদা তাকে অনেক দিয়েছে
মহা সুখের দিন কাল ।
কত কষ্টে বড় করেছি,
নিজে না খেয়ে মুখে দিয়েছি তুলে
জানতে বড় ইচ্ছে করে কেমনে গেলি ভুলে ।
মাকে তুমি ভূলে গিয়ে তবু ও সুখে রও
বড় হয়েছো দোয়া করি আর ও অনেক বড় হও ।