Top today
স্বপ্ন ভোর
ঘোড়া দেখে ঘোড়া কিনবে
ঘোড়ার খোঁজে ছুটছে ,
হাজার দোকানে জিজ্ঞেস করেও
ঘোড়া নাহি জুটছে ।
ঘোড়ায় উঠে ছোট-ছুটি
পায়ে হুল ফুঁটছে ,
ঘোড়া নাকি বানিয়ে দিবে
মাটি নাহি জুটছে ।
ঘোড়া পরে ঘোড়া আহত
তাই ছেলেটা কাঁদছে ,
পা ভাঙ্গল না ঘাড় ভাঙ্গল
নাকি কোথাও ফাঁটছে ।
বিঃদ্রঃ – কবিতাটি ভোরে দেখা স্বপ্ন থেকে লেখা ।