Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ছিন্নমূল শিশু ।

: | : ২৩/১১/২০১৩

তুমি ছিন্নমূল শিশু

তোমার অধিকার কোথায় ?

তুমি কি ফেলনা কোন বস্তু স্বরুপ

সমাজের অবকাঠামোতে

তুমি কি শুধুই নামে শিশু,

ডাস্টবিনে পড়ে থাকা

মুখে কালো দাগ,

আস্টে গন্ধে শরীরে

সমাজের নষ্ট প্রমান পত্র নিয়ে

বেড়ে ওঠার পদচারনা…। 

তুমি দিবস পালনের মোক্ষম উপাদান,

আর কারো কারো সুবিধা নেওয়ারর উপলক্ষ মাত্র

তুমি ছিন্নমূল শিশু …

তুমি দুর্ভাগা, তুমি অসহায়

ছিন্নমূল শিশু…. ।

তোমার অধিকার

রাস্তায় রাস্তায় ট্রাফিক জ্যামে

বড়লোকের গাড়ির কাচের বাইরে

কোমল হাতে লেপ্টে ধরে 

ফুল বেঁচে,

অথবা টোকাই গিরির টাকায় জীবন চালানো….

তুমি ছিন্নমূল শিশু ….।

তুমি কঠিন বাস্তবে বড় হওয়া

নেশাখোর নামে পরিচিত

ছিন্নমূল শিশু …..।

তোমার অধিকার রক্ষিত

কোমল হাসিতে ভুবন ভরানোর,

লাল ফুল হাতে বাবার আদর পাওয়ার

অথবা কারো ভালোবাসার সিক্ততায়

তুমি রক্ষিত, তুমি ছিন্নমূল শিশু…।

  

আজকের দিনটি প্রায় শেষ শেষ । কিন্তু সারাটি দিন ভেবেছি শিশু দিবসে শিশুদের অধিকার কতটুকু তারা পাচ্ছে । রাস্তায় ডাস্টবিনে দেখেছি ছোট্ দুটি শিশু জীবিকার সন্ধানে কি যেন খুঁজছে । স্তবদ্ধ হয়ে দাড়িয়েঁ চোখে অশ্রু ঝরিয়েছি । কিছুই করার নেই, না আমি পারছিনা এই প্রশ্নে ক্ষত বিক্ষত আমার মন । মানুষ হয়ে এই অবুঝ মানুষগুলোর নিরাপত্তা দিতে আমি ব্যর্থ হচ্ছি, এটা ভাবা আমার কাছে শুধু কষ্টেরই মনে হয়নি মনে হয়েছে অপূর্ন মানুষ হয়ে বেঁচে থাকার অনুভূতি । আসুন আমরা শুধু দিবস পালন না করে এই শিশুদের দিকে একটু খেয়াল করি । গড়ে তুলি পূনর্বাসন কেন্দ্র । যেখানে তাদের শিক্ষা দেওয়া হবে, দেওয়া হবে কাজের সন্ধান । আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, যেখানে শিশুদের নিরাপত্তা ভাবা হবে সবার আগে ।

(সাঈদ চৌধুরী)

রচনাকাল ২৩/১১/২০১৩ ইং (সকাল ১১.৩০ মিনিট)

 

 

 

 

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top