Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অপেক্ষায়

: | : ২৪/১১/২০১৩

 

অপেক্ষায়

——————–

স্মৃতির আয়না মুচে তাকাই যখন

অস্পষ্ট হলেও আজও ভেসে উঠে শৈশব

কৈশোরের কথা ।

ছয় ছেলে তিন মেয়ে নয় সন্তানের সংসার

প্রাণ উষ্ঠাগত মার ।

বড় সঙসারে সংখ্যাধিক্য লোক,

বড় বাড়ি মেহমান সারি সারি

সম্পর্ক খুঁজে পাওয়া দায় তাদের সাথে ।

সংসার কর্মের চাকা চালিয়ে নিতে

বাঁধা রাখাল, দিন মজুর নিত্য দিনই ।

 

রাবনের এ বংশধরদের রান্না , খাওয়ানো,

স্কুলের জন্য তৈরী করে স্কুলে পাঠানো,

নিত্য দিনের অসহনীয় কাজে

বিরক্তি বা ক্লান্তি দেখিনি কভু মায়ের মুখে ।

কাজের বুয়া যেন এত বড় সংসার চালিয়ে নেওয়ার

জন্যই জন্ম ।

দেহ দৈত্যের মতো বিরাটকায়,

শক্তি সামর্র্থ আন্দাজি অসুরের মতো ।

য়ৌবনে মুখে সৌন্দর্য ছিল কিনা বলা কঠিন,

অয়ত্নে মুখে বাসা বেঁধেছে মাইস্তা ,

তার উপর জল বসন্তের চিহ্ন, পানের রসে দাঁত লাল,

লম্বা তরমুজের বীচির মতো,

যতটা ভয়ংকর আকৃতি ততোধিক ভয়ংকর

তার কন্ঠস্বর, যেন চেড়া বাঁশের শব্দ

রুচিহীন বিভ্ৎস ।

স্বরগড়ম বাড়ি লোকে লোকারণ্য,

আজ মা একা, মেয়েরা শ্বশুড়ালয়ে, ছেলেরা ব্যস্ত কর্ম জীবনে,

শূন্য হাহাকার করা বাড়ি, যেন পতন ঘটেছে

এক শক্তিশালী সম্রাটের, পালিয়েছে

বা নির্বংশ হয়েছে সম্মুখ সমরে ।

যুদ্ধ শেষে শূন্য প্রান্তরে যেন স্বজনদের খুঁজে ফিরছে মা

একাকী । বাঁচার তাগিদে ব্যস্ত সবাই,

মা আকড়ে আছে স্বামীর ভিটা, আর

মাকে আকড়ে আছে সেই হত যৌবনা বুয়া,

যেন যৌবনের দাপটহীন শক্তিহীন

সম্রাট বাহাদুর শাহ ।

আম গাছে আম, বড়ই গাছে বড়ই

পেরে নিচ্ছে পড়শীর ছেলেরা,

তাকিয়ে থাকছে মা, হুংকার ছাড়ছে বুয়া, তেজহীন

রক্ষিতে আপ্রাণ চেষ্টা মার,

ছেলেরা আসবে , আবার নাতি নাতনীতে ভরে যাবে

বাড়ি, তারা খাবে ফল ফলাড়ি ।

আশায় বুক বেঁধে আজও রাস্তার দিকে তাকিয়ে মা,

তার আকুতি ভরা দৃষ্টি আছড়ে পরে কংক্রিটের

রাস্তায় মায়াহীন ।

দিন যায় রাত যায় কেটে যায় মাস ও বছরও,

মার অপেক্ষার চোখে গড়িয়ে পরতে থাকে জল,

কেউ আর আসে না । অপেক্ষা করতে করতে মা

একদিন জায়গা করে নেয়, রাস্তার ধারে,

বাবার পাশে, ছোট্ট মাটির ঘরে । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top