Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সময় বনাম ম্যাজিকম্যাট

: | : ২৫/১১/২০১৩

আমার কাছে সময় হল টিকটিকি,
প্রজাপতি সদৃশ কাছের মানুষ গুলোকে জিভ বাড়িয়ে গিলে ফেলে – অতি সন্তর্পণে ;
কিংবা সময় হল সেই ভোরের প্রথম কিরণ,
শিউলি হয়ে ফুটে থাকা প্রিয়জনেরা যার ছোঁয়ায় পাল্লা দিয়ে ঝরে পড়ে –
একে একে টপাটপ ;
আমি শুধুই সাধারণ এক মানবী,
হয়ে ওঠতে পারিনি টিকটিকি খুনি কোন সরীসৃপ,
অথবা পারিনি ভোর রাঙানো পাখি হয়ে ঝড়ে পড়া ফুল কুড়াতে ।
সেই ম্যাজিকম্যাট’দের অভাবে নিজের প্রতিফলিত ছাঁয়ায় দেখতে পাই –
আমার আমি অনেকটাই অদৃশ্য ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top