Top today
মেঘনা নদীর ঘাটে
মেঘনা নদী পাড়ি দিতে বসে আছি প্রতীক্ষায়
যদি তুমি থাকতে আমার সাথে
তাহলে ছোট এক স্পিডবোট নিয়ে
শান্ত নদীর তীর ঘেঁষে বয়ে চলতাম দুর দিগন্তের কাছে
এক শান্ত নির্জনে ।
ধূ-ধূ প্রান্তরে একমাত্র বৃক্ষে দুটি পাখি ছোট একটা নীড়ে
যেভাবে মুখোমুখি বসে থাকে
সেভাবে স্পিডবোটে নীড় বাঁধতাম তুমি আর আমি।
জলের গন্ধের ভিড়ে ছোট ছোট ঢেউয়ের দোলায়
দোলতাম দু’জন একসাথে।
তখন তুমি আমাকে দিতে তোমার হৃদয়ের কোমল উষ্ণতা
আর আমি
তোমার চোখের ক্যানভাসে আঁকতাম সুখের মানচিত্র ।
ছোট এই বোটে আমরা দু’জনে রচনা করতাম
নতুন এক বিশ্ব।
এ নীরব আঁধারে জনহীন বলয়ে ক্ষুদ্র একখানি মোমবাতি
যতটুকু আলো করে রাখে সেই আমাদের চেনা পৃথিবী।
সেখানে থাকতো না
এ জীবনের কোন ব্যর্থতা ও হতাশার আন্ধকার;
যদি থাকতে আমার সাথে ছোট এক স্পিডবোটে
শান্ত নদীর তীরে দুর দিগন্তের কাছে
মুখোমুখি বসে কোন এক নিঝুম সন্ধ্যায় !