Top today
স্বদেশী ভাষা
স্বদেশী ভাষা
রামনিধি গুপ্ত
নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষা,
পুরে কি আশা?
কত নদী সরোবর কিবা ফল চাতকীর
ধারাজল বিনে কভু
ঘুচে কি তৃষা?
রামনিধি গুপ্ত (১৭৪১–১৮৩১)
অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি সংগীতস্রষ্টা। বাংলা ভাষায় টপ্পা সংগীতের প্রচলনকারী। তাঁর গানগুলি ‘নিধুবাবুর টপ্পা’ নামে আজও জনপ্রিয়।