ভুল বুঝাবুঝির মাঝেই বসবাস…..
আনমনে দাঁড়িয়েছিলাম ধুলি উড়া পথের বাঁকে,
স্তব্ধ ছিলাম,
মানুষের আনাগোনা দেখার ছলে ভাবনার অতলে ডুব
শুধু আমিই ছিলাম না আমাতে..
হয়তোবা বেশ খানিকটা সময় পেরিয়েছে
একাকিত্বের ওই প্রহরে;
কোন কিছুর মাঝেই আমি নেই বা
প্রস্তুত ছিলাম না মোটেও
অকষ্মাৎ শো শো ধুলি ঝড় শুরু,
এত্ত গুলি ধুলি এসে দুচোখে দিল হানা
বলা নেই কওয়া নেই অঝর ধারায় বৃষ্টি নামে….
বার বারই অসময়ে চোখে সমুদ্র নেমে আসে
কথা তো ছিল না এমনটি!
আকাশে ছিল না কালো মেঘ,
শুভ্র মেঘেরাও আমার সাথে ভাবনার অথৈ সাগরে দিয়েছিল ডুব;
কারো সাথেই ছিল না ভুল বুঝাবুঝি,
তবু এই প্রহরে প্রকৃতি এক তরফাভাবে ভুল বুঝল আমায়,
সুনামি, টর্নেডো, নার্গিসের মাঝে আমাকে বসিয়ে প্রকৃতি
অট্টহাসিতে ফেটে পড়ে যেন;
শেষে প্রকৃতি বন্যায় ভাসায় আমায়
ভাসিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় অথৈ সমুদ্রে…
ঠাঁই নেই, পায়ের তলায় মাটি নেই,
ডুবতে ভাসতে তীরে ভিড়লে আবার
সেই ভুলবুঝাবুঝির মাঝেই নিতে হয় অবস্থান।
কেন ভুল বুঝো অযথাই আমায়?