Top today
শীত
ইষৎ উষ্ণ মধ্যান্যের পর
ক্ষন বৈকাল পেরিয়ে আসে
কবোষ্ণ রাত্রির গহ্বর।
সুচিত্রা আধারের গাযে
ঢলে পরে থেমে যায়
যত উৎসব কবিতার।
তারপর রাশি রাশি কোয়াশায়
অবিশ্রাম মিশে যায়
নগরীর তপ্ত নি:শ্বাস।
হিমায়িত গ্রাম, রেলপথ
নিস্তরঙ্গ স্রোতস্বীনী পেরিয়ে যায়
শীতার্ত পূর্ণিমা চাদ।
অবরুদ্ধ সূর্যের প্রতিক্ষায় থাকে
চাষা- ভূষা মানুষের আশ
শিশিরের ভারে মৃয়মান ঘাস।