Top today
ফুলির মা
ফুলির মায়ের কথা তোরা
কেহ বলিসনা ভা ই,
কাঁচা বয়স স্বামী হারা
দুঃখের তো সীমা না ই ।
ছোট ছোট বাঁচ্চা দুটি
সদাই কান্না করে,
ক্ষিধের জ্বালায় কাঁদছে তারা
খাবার নেই যে ঘরে ।
ভিটে ছাড়া জায়গা জমি
রেখে যায়নি কিছু,
স্বামী মরার পরেই কতক
লোক নিল তার পিছু ।
শান্তনা দিতে কেউ বলে
শুন গো ফুলির মা,
আমি আছি দেখবো তোমায়
চিন্তা করি ও না ।
কেহ আসে সন্দা কালে
কেহ আসে ঘরে,
সাহায্য করার পথ দেখে
ফুলির মা কেঁদে মরে ।
ফুলির মা দুঃখে কয, খোদা
এ কেমন বিচার তোর
সতী ই যদি পছন্দ তোর
ঘর কেন ভাঙলি মোর ।
হায়ানরা সব আসছে ছুটে
নিজকে আড়াল করে,
দুর্বল মেয়ে মানুষ আমি
কেম্ নে রব ঘরে । ।