Top today
“কেন?”
চাঁদের জ্যোৎস্না হয়ে
কেন?
অমাবস্যায় ডুব দিলি।
মৃদুমন্দ বাতাস হয়ে
কেন?
ঝড়ের রূপ নিলি।
তৃষ্ণার জল হয়ে
কেন?
বন্যায় ভাসিয়ে দিলি।
অমৃতের স্বাদ হয়ে
কেন?
গরলে ভরিয়ে দিলি।
হৃদয়ে বসত করে
কেন?
জীবন সঙ্গী না হলি।
একাকী আমায় ফেলে
কেন?
তুই অন্যের ঘরণী।
তোর ফেলে যাওয়া স্মৃতি
কেন?
আজও বিষধর নাগিনী।