Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমার সঙ্গ চাই

: | : ২৯/১১/২০১৩

আজ আপনাকে বোধ হয় বড় একেলা
উদাসী চিত্তে কিছুই ভাল লাগে না ;
তোমার সঙ্গ লাগি হয়েছি উতলা
কোন কার্যে হৃদয় বসে না ।

হ য ব র হেরি কেন সবি ?
ধু ধু মরু লাগে সুন্দর ধরণী ;
মুক্ত দাঁতে হাসে না তো রবি
কেন মিষ্টি রোদ্দুর উঠেনি ।

তোমাতে সব খুঁজে পাই
তুমি হীনা যেন সর্বহারা ;
বুঝাবার কোন ভাষা নাই
ভবে আমি একটি জ্যান্ত মরা ।

ছোটা ছোটি করি গগন পাতাল
ভাবনার ধরাতে ডুবে যাই ;
তোমার লাগি নিরেট সত্য মাতাল
সর্বত্র খুঁজে মরি তাই ।

বুঝিলাম যাহা হেরিয়ে ফিরিয়ে
কোথাও সুখ শান্তি নাই ;
সবি তুমি নিয়েছ লুটিয়ে
কাতর স্বরে তোমার সঙ্গ চাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top