Top today
মামা বাড়ি
মামুুজান জেেনে যাও আসছি তোমার বাড়ি
করতে সাবাড় সবাই মিলে খেঁজুর রসের হাড়ি।
মামী যেনো মজার মজার তৈরী করে পিঠা
পেটটি পুরে খেয়ে যেনো বলতে পারি মিঠা।
পুকুর হতে ছোট বড় তাজা মাছ ধরে
ক্ষেতের তাজা শাকসব্জী রেখো রান্না করে।
সন্ধ্যে হলে লেপ কাঁথা গায়ে মুড়ি দিয়ে
গল্প শুনবো খেতে খেতে গুড় মুড়ি নিয়ে।
গরম গরম চা খাবো,খাবো দুধ পিঠা
মামার বাড়ি চিরকালই তাইতো অনেক মিঠা।
মামী আমায় আদর করে বসিয় নিয়ে কাছে
পেট পুরে খা,বলবে খাবার অনেক কিন্তু আছে।
মামা মামীর আদর পেয়ে এই দুষ্টু আমি
তীব্র শীতেও চুলোর পাশে তাইতো বসে ঘামি।।