পরিচয়
পরিচয়
————
তোমাকে দেখেছিলাম সেদিন মিছিলে, প্রতিবাদ মুখর,
গগনবেদী শ্লোগান ।
পরিচয় সেখানেই নয়, আরও আগে,
যুদ্ধের ময়দানে, কাঁধে কাঁধ মিলিয়ে,
বুকে মিলিয়ে বুক, দেখেছিলাম সেদিন,
পরিচিত মনে হয়েছে সেদিন ও ।
খুঁজেছি পূর্ব পরিচয় পর্ব, হয়েছিল সম্পন্ন কোথায় প্রথম ?
পরিচয় তোমার সাথে চোখের দেখাতে নয় ।
সে পরিচয় নাড়ীর সাথে জঠরের ,
যেমন বৃক্ষের সাথে মৃত্তিকার,
বাস্পের সাথে জল কণার,
সৃষ্টির সাথে স্রষ্টার ।
নদীর সাথে নৌকার পরিচয়,
সেতো জন্ম থেকে জন্মান্তরের ।
নিজেকে লুকিয়ে রাখ তুমি অদৃশ্যালোকে
তবু চলছে সবই নিরবদি অংগুলি হেলনে তোমার ।
এ-যে অমোঘ সত্য,তোমার অস্তিত্বের অনুভতি,
প্রতি রক্ত কণায়, তোমার যত সৃষ্টিতে ।
দেখেছি শেষবার তোমায় সেদিন,
যেদিন নাড়ীর বন্ধন ছিড়ে, বেড়িয়েছিলাম ভ্রমনে
এক অচিনালোকে, কঁদেছিলাম সুউচ্চ স্বরে,
প্রথম পর্দাপনে অচেনা জগতে,
ভয়ে বা জানান দিতে নিজের অস্তিত্বকে ।
অচেনাই হয়েছে চেনা আজ,
তুমি চলে গিয়েছ অন্তড়ালোকে,
ভুলতে পারিনা তবু সেই অনুভুতির কথা ,
ছিড়তে পারিনা নাড়ীর বন্ধন,
টানছে অহরহ মূলের দিকে ।
তাইতো ভাবি এ পরিচয় তোমাতে আমার
দেখাতে নয়, লীন হয়ে যাওয়া অসীমে,
জন্ম থেকে জন্মান্তরের । ।