Top today
ধ্বংসস্তূপে বসবাস
অতঃপর যুদ্ধ যখন শেষ হলো-
সমস্ত শরীর ক্ষত-বিক্ষত; ঘর-দোর ধ্বংসস্তূপঃ
তুমি ধ্বংসস্তূপে নির্মাণের স্বপ্নদীপ জ্বালালে।
উন্মত্ত লোভের শিখা সকল স্বপ্নকে অন্ধকার
এবং বিশ্বাসকে সমাধিস্থ করলো;
শ্যামলিমা আচ্ছন্ন করে হিংসার মেঘ,
রক্তের খেলায় ধুলোয় গড়ায় মনুষ্যত্ব।
তারপর .. .. .. .. ..
ধ্বংসস্তূপেই আমাদের বসবাসঃ
আমরা নির্মাণ জানি না।।