Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নিশ্চুপ শালিকের গান

: | : ৩০/১১/২০১৩

এমন যেন না হয়,
শরীরে শক্তি নেই, মনে কোন যাতনা নেই –
তবু জ্যান্ত আছি !
এর চেয়ে এই ভাল শক্তপোক্ত এক যন্ত্রণাপূর্ণ হৃদ,
রোজ বিকেলে তোমায় ভোলার দূরাশায়
নিশ্চুপ শালিক হয়ে যায় ;

এমনটা না হওয়াই ভাল,
মনের গহীনে কেউ নেই, চারপাশ হুল্লোড়ে মত্ত –
অযথাই হাজার কথন বকে যাচ্ছি অবিরত !
তার চেয়ে বরং এই ভাল –
নিঃসঙ্গ গোধূলিতে অন্তপুরের খিড়কি খোলে
ভেসে যাই তুমিহীন বিষণ্ণ বেলায় ;

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top