Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ম্যাকিয়াভেলীর লজ্জা

: | : ০১/১২/২০১৩

 

 

জননী আমার এখন প্রসব বেদনায় কাতরাচ্ছে

রক্তাক্ত যৌন ব-দ্বীপ

রক্তে ভেসে যাচ্ছে পদ্মা-মেঘনা-যমুনা

পিচ ঢালা কালো রাজপথ ,

আর খুনের নেশায়

শব ও রক্তের নেশায়

আকাশে উড়ার উন্মাদ আশায়

উন্মত্ত রাক্ষুসী শকুনীর সে কি মায়া কান্না!

 

 

ম্যাকিয়াভেলী ও লজ্জায় মাথা নত করে ভাবছে

পৃথিবীতে যদি একবার ফিরে যেতে পারি 

তবে এই শকুনীর শিষ্য হবো।

 

………………………………………………..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top