(স্বাধীনতা ১৯৭১ থেকে ২০১৩)
১৯৭১-
রক্তপাতে ভরে ছিলো দেশ
সবার বুকে একই আশা
স্বাধীন হবে দেশ
খুন ধর্ষনের নৈরাজ্য
তবু সবার বুকে আশার হাতছানি
আমার দেশ-
পাবে একটি মুক্ত আকাশ
মুক্ত বাতাস, মুক্ত স্বাধীনতা
কথা বলার মুক্ত কন্ঠ
পাবে একটি জনতার মঞ্চ
অধিকার হারারা থাকবেনাকো
দেশের কোন কোণে…..
একাত্তর সনে বাংলাদেশের স্বাধীতার বানে…..।
১৯৮৯-
গনতান্ত্রিক আন্দোলনে দেশ উত্তাল
সৈরশাসক নিপাত যাক স্লোগানে
মুখরিত ঢাকার রাস্তা আবার
আবার রক্তের গন্ধ,
আবার পুলিশের গুলি
রাস্তায় লুটিয়ে পড়া দেশ নায়ক
স্বপ্ন একটাই-
মুক্ত গনতন্ত্র, মুক্ত স্বাধীনতা
জীবন দিয়ে হলেও
ধরে রাখা সুবিধা বঞ্চিত মানুষের স্বপ্ন…।
তারপর…..৯৬, ২০০৬
বর্তমান ২০১৩-
রক্তের বানে ভাসছে দেশ
অসভ্যতার ক্ষমতার দ্বন্দে
একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া
রাস্তায় আগুন ঝড়া ফুলকিতে
মানুষ পুড়ে ছাই….
সেই ডিসেম্বর মাস, বিজয়ের মাসে
একাত্তরের রক্তের বানে অর্জিত
বাঙালী বিজয়ের মাসে
আবার আমার ধরনী আজ রক্তে রঙিন
কোন রৈরাগীর কাছে নয়,
নয় কোন অত্যাচারিত
অন্য দেশের শত্রু দ্বারা….
নিজে নিজে কাটাকাটি
অসভ্যতার ক্ষমতা ভাগের দ্বন্দে…..।
যার হাতে দেশ এগিয়ে যায়
সেই কৃষক, সেই শ্রমিক
সেই ছোট্ট টং দোকানের চা ব্যবসায়ী
রিকশাওয়ালার যত্নে গড়া তিন চাকার যান
আজ সবাই নিপীরিত, শোষিত
রাজনীতির যাতাকলে পিষ্ট
বিজয়ের মাসের প্রথম দিনে
৪২ বছর পরও রাজপথ রক্তে রাঙ্গায়িত
তাও আবার স্বাধীনতার ৪২ বছর পর…!
সাঈদ চৌধুরী
রচনাকাল ০১/১২/২০১৩ ইং (সকাল ১১.৩০ মিনিট)