Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমাকে আমার বোন দেখেছে

: | : ০১/১২/২০১৩

 

আজকে তোমার দেখা পেয়েছি শেফালী
এ যেন কাল্পনিক কোন এক সৌভাগ্যের টানে ,
কত চেষ্টা করেছে আমার বোন তোমাকে দেখার জন্য
তা না হইলে কি আসো তুমি আমার এখানে ।

তোমায় দেখে তখন সে সময়
পেয়েছি যেন আমি স্বর্গের স্বর্গ সুখ ,
কি করে যাই বোন কে নিয়ে তোমার কাছে
কি করে জানাই মনের বেদনা খুলে এই মুখ ।

আমি এবং আমার বড় বোন
তোমায় খুঁজতে লাগলাম দুজন মিলে ,
খুঁজতে খুঁজতে শেষে তিক্ত হয়ে
ভাবলাম ক্ষনিকেই তুমি কোথায় হারালে ।

তোমাকে পেয়ে ছিলাম খুঁজে তখনি
সে পাওয়াটা হয়েছিল বিধাতার ইচ্ছায় ,
আমার বোনকে তোমায় দেখিয়ে দিলাম
আমার বোন গিয়ে তোমার পাশে দাঁড়ায় ।

কি বলে ছিল তোমাকে তখন ?
আমার তাই নিয়ে হয়েছিল ভীষন ভয় ,
কি বলেছো তুমি আমার বোনকে…
নাকি তুমি আমার বোনকে করে নিয়েছো জয় ।

 

****** সমাপ্ত ********

তারিখঃ ১৩/০১/২০০৩ইং

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top