আমার কৃতজ্ঞতাবোধ ।
মানুষের জ্ঞানশক্তি আজকাল অতি উন্নত পর্যায়ে পৌঁছিয়াছে । ভাবতে ভালোই লাগে । কিন্তু মানবের এমন জ্ঞান রাজ্যে নিজের অজ্ঞতা দেখে মাঝে মাঝে আফসোস হয় । বিধাতা মানব অঙ্গ সমৃদ্ধ এমন ব্যর্থ অপার্থিব জীব সৃষ্টি না করলেই পারতেন । অন্তত: লজ্জার হাত থেকে বাঁচতাম । মানুষ খুব সহজেই যা স্মরন রাখতে পারে আমি অতি উচ্চ শ্রম প্রয়োগ করেও তা পারি না । কেউ কেউতো একত্রে পাঁচ সাতটা জন্মদিনও স্মরনে রাখে । শুধু কি স্মরনে রাখা ! কত নিদারুন অবহেলায় কি অমূল্য শ্রম খরচা করে কত যে ভোগান্তি উৎপাদন করে তার কোন ইয়ও্বা নাই । মানুষের ধৈর্য্য শক্তি আছেও বটে । আশরাফুল মাখলুকাত’তো আর এভাবে হয় নাই ।
আমার স্মরন শক্তির উদারতায় নিজ জন্মদিনের কথা আজ পর্যন্ত স্মরনে রাখতে পারি নাই । এমনকি নিজেকে এবং পারিপার্শ্বিক আপনকে এই নিয়ে কোন বিপদেও ফেলিনি । কেউ তার জন্মদিনে আমাকে দাওয়াত দিয়ে আমাকেও বিভ্রান্তিতে ফেলেনি । এই নিয়ে আমার কৃতজ্ঞতা অনেক ।
………………নিঃশব্দ নাগরিক ।