Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নের চিত্র আঁকি

: | : ০২/১২/২০১৩

তোমায় পাবার স্বপ্ন আকাশ কুসুম কল্পনা
যেন উত্তরে কিংবা দক্ষিণে রবি উঠার ভাবনা ;
তোমাকে চাওয়া হবে এতটাই ভুল
দুষ্কর পাওয়া যেমন বাঁশের ফুল ।

ভানু রাজ্যে গমন ভাবনা মানুষের নাই
তার উষ্ণ কিরণে জ্বলে পুড়ে হবে ছাই ;
তেমনি তোমায় পাব এ কল্পনা অভিন্ন
তোমার জগত আমার জগত বড় ভিন্ন ।

তোমায় পাওয়া মানে রিকসিয়ার কুসুম
আর যেন মৃত্তিকার মূর্তি পাড়ে ঘুম ;
তোমায় পাওয়া মানে এক বৃন্তে ত্রিরঙ্গন
বিনা জলে মাছের অবাধ বিচরণ ।

তোমায় পাব এ যেন পশুর ডানা মেলে উড়া
চাঁদের প্রভায় রবির জ্যোতি ঢেকে পড়া ;
সন্তান স্বামী সবি রহিছে তোমার
গড়েছ মনের মত সুখের সংসার ।

তুমি আচ্ছন্ন প্রকৃতির কঠিন বেড়াজালে
বদলে গেছ বহু ,সেই সুরের তালে তালে ;
তবুও স্বপ্ন দেখি প্রকৃতি বদলের আশায়
স্বপ্নের চিত্র আঁকি দুটি নয়ন তারায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top