“গণ” হীন “তন্ত্র ” চর্চায় আজকের মন্ত্রবাবারা !
” তন্ত্র ” এখন আমাদের দেশের সাধারণ ” গণ ” দের চিরস্থায়ীভাবে পরিত্যাগ করে বুঝি আশ্রয় নিয়েছে ” মন্ত্র ” বাবাদের আশ্রমে ! আর আমরাও এখন সব ভুলে সেই মন্ত্রবাবাদের নিত্যনতুন সব তন্ত্র – মন্ত্র আর ভেল্কিবাজিতে হয়ে আছি রীতিমন মোহাবিষ্ট !
আর তাইতো আজকাল মন্ত্রবাবাবারা যখন যা কিছু যেভাবেই বোঝাতে চাইছেন , আমরাও ঠিক যেন একনিষ্ট মুরিদের পরম মুগ্ধতায় সে সব কিছু বুঝে নিচ্ছি তাদের মতন করেই ! উনারা যখনই উচ্চারণ করছেন কোন আদেশ – নিষেধ , তার সমস্ত কিছুই যেন রীতিমতন আকাশবানী মেনে নিয়ে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি প্রয়োজনে নিজের আর অন্যদের জীবন বিপন্ন করে হলেও !! আদেশ পালনে ব্রতী আমরা সমস্ত মানবিকতা শিকেয় তুলে রেখে ভয়ংকর শ্বাপদের হিংস্রতায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছি আমাদের চারপাশ !! লক্ষ্য এখন আমাদের একটাই – মন্ত্রবাবাবাদের কৃপা লাভ , কারন তাতেই তো নিহিত আছে আমাদের সমস্ত জাগতিক মোক্ষ !
সত্যিই কি ভীষণ ভয়ংকর জাদুকরী ক্ষমতার অধিকারী আমাদের এইকালের মন্ত্রবাবা – গণ ????