Today 02 Dec 2025
Top today
Welcome to cholontika

ঋণ

: | : ০৪/১২/২০১৩

দেশের কাছে ঋণ যে অনেক
বাড়ছে ঋণের বোঝা
শুধবো সে ঋণ ভাবছি মনে
নয়তো এতই সোজা

দেশের মাটি দেশের ফুলে
জীবন ভরে নেই
চাইলে জীবন দেশের তরে
কজন সেটা দেই ?

দেশ দিলো স্বাধীন ভূমি
দেশ দিলো ভাষা
দেশের জন্য জমিয়ে রাখি
নিরব ভালবাসা

ভালবাসার নিরব প্রকাশ
চলবে না আর আজ
দেশের জন্য লড়তে হবে
করতে হবে কাজ ।

প্রতিবাদী হতে হবে
হলেই অনিয়ম
দেশের জন্য কিছু করার
এটাই হোক নিয়ম ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top