Top today
হাইব্রীড বাঙ্গালী
মাথার ঘোমটা ফেলে
ধর্ম-কর্মের প্রতি নাক সিটকিয়ে
মৌলবদীদের দূ-চারটা গালি দিয়ে
কপালে টিপ, সিথিতে সিঁদূর পরে
মঙ্গল প্রদীপ জ্বেলে
ওলো ধ্বনী দিয়ে
বাঙ্গালী হওয়া যায় বুঝি ?
তাহলে তো
বিকিনি পরে
পোষাক নামের
সব জঞ্জাল
ছূঁড়ে ফেলে দূরে
খোসা ছড়ানো
লালা ঝরানো
পাকা তেতুলের মতো
আদিম পোষাকে হওয়া যায়
আর ও উন্নততর
শত ভাগ খাটী
হাইব্রীড বাঙ্গালী –
যায় নাকি ?
.