Top today
বাড়ি
বাড়ি
দুষ্টুমি করতে গিয়ে এ ইতো সেদিন
বাবা বললেন, বের করে দেব বাড়ি থেকে,
স্মৃতির পাতা হাতরে চলি ময়লা আবর্জনার স্তুপে
ঢাকা পড়ে গেছে অক্ষর গুলো ।
বাবা চলে গিয়েছেন তার নিজ আস্তানায়,
মা-ও যা ই যা ই করছেন,
যারা রক্ষিতে ছিলনা দ্বিধান্বিত,
বিনীময়ে জীবনের,এ ই অস্থায়ী নিবাস ।
বৃষ্টিতে ভিজে সহজ প্রাচ্য হয়ে উঠে
ঘরের রেড়া উ ই পোকার,
সাড়িয়ে তোলেন বাবা মা ।
কোড়ে কোড়ে খেয়েছে নিজের ঘর
তিলে তিলে প্রহরে প্রহরে,
রয়ে গেছে মেরামতের অগোচরে ।
একদিন ধসে গেল ঘর, অসহায় বাবা
তাকিয়ে নিষ্পলক ।করুন আকুতি সে আখিতে ।
নিভু নিভু বাতি দাপা দাপি করছে জ্বালানির আশায় ,
নিভতে ই হবে তাকে, নিশ্বেসিত করেছে
নিজেকে অহরহ নক্ষত্রের মতো,
বিনিময়ে পরিনত হয়েছে ব্লাক হোলে। ।