Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একটু ভালবাসা ধার দিবেন ভাই ??

: | : ০৬/১২/২০১৩

কেউ কি একটু ভালবাসা আর স্বস্তি ধার দিবেন ভাই ?

চারপাশে চলতে থাকা নিত্য হানাহানিতে জীবন বিপর্যস্ত প্রায় !

নিশ্চিন্ত মনে খানিক্ষণ নিঃশ্বাস নিতে চাই !

চোখ মেললেই চারপাশে শুধু দেখি দুই যুযুধমান প্রবল প্রতিপক্ষ !

উঁচিয়ে আছে খাড়া একে অপরের দিকে ভয়ংকর অসূরের মত !

পণ করেছে আঘাতে আঘাতে নিশ্চিন্হ করে দেবে চারপাশে ছড়িয়ে থাকা সর্বশেষ স্বস্তিটুকু !

তাই তারা ধারণ করেছে আজ সর্বগ্রাসী রাহুর রূপ

নির্মম থাবার আঘাতে বধ করে চলেছে সমস্ত মানবিক নির্মলতা !

তাইতো বাতাসে আজ শুধু পোড়া লাশের গন্ধ !

কান পাতলেই শোনা যায় শুধু স্বজনহারাদের বুকফাঁটা আর্তনাদ !

প্রতিটা পদে পদে আজ লক্ষ্য করি মৃত্যুর হাতছানি !

প্রতিনিয়ত আমাদের ধাওয়া করে চলেছে রাহু আর শনি !

যেন আমাদের এই বেঁচে থাকা আজ শুধু তাদের দয়া নির্ভর !

কিন্তু এভাবে কি সত্যি বেঁচে থাকা যায় !

একে কি সত্যি বেঁচে থাকা বলে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top