Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

উত্তর চাই ।

: | : ০৬/১২/২০১৩

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

কেন আজ এই স্বাধীন দেশে

এক মুঠো ভাত পেতে

কাজের অপেক্ষা করতে হয় দিনের পর দিন?

আমি শ্রমিক, দিন মজুর শ্রমিক

আমার অসহায় চেহারাও আজ কেন

সবার অনিহার বিষয় ?

কেন আজ বসে থেকে থেকে

সময় পার করি আমি

না পার হওয়া ঘন্টার পর ঘন্টা….?

 

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

আমি ডাক্তার, রাত দিন সেবা করি অসহায় মানুষের

কেন আজ এই স্বাধীন দেশে

মানুষের দেওয়া আগুনে

ঝলসে যাওয়া রোগীদের নিয়ে

সারাদিন মাতামাতি…

কেনইবা আজ চোখের পানি মুছে

চিকিসায় নিবেদিত হতে হয় আমাদের ?

কোন দেশে বাস করছি….?

 

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

আমি সামান্য মুচার

জুতা পরিস্কার করেই জীবন চালাই

রাস্তায় আজ জুতোই নেই

অফিস ফেরা মানুষগুলো পালিয়ে বেড়ায়

আমি জুতোর পিছু পিছু….

তবুও পাইনা জীবিকার সমান আয়

এ কোন দেশে বাস করছি আমি ?

 

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

আমি ছোট্ট ব্যবসায়ী

সারাদিন বেঁচে আয় মাত্র ২০০ টাকা

আর এখন….তা পৌছেছে ৫০ টাকায়

জীবন কিভাবে চলে…

কিভাবে মেটাই ছোট্ট মেয়ের পুতুলের আকুতি

বৌ-টার আলতা কেনার সখ

আর কিভাবেই বা যাই বুড়ি মা-টার কাছে….

 

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

আমি বেকার

একটি চাকুরির প্রত্যাশায়

হাজার জোড়া স্যান্ডেলের তলি ক্ষয়

অসভ্য ঘুষখোর মানুষগুলোর পিছু পিছু

অহর্নিশ ঘোরাঘুড়ি…..

পিছে অসহায় বাবা মায়ের আহাজারি,

ছোট্ট বোনের বায়নায়

বার বার নিজেকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করি

ভাগ্যাহত জাতি…….

আমি বেকার, দেশের বোঝা ভারি…

এ কোন দেশে বাস করছি আমি ?

 

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

আমি জ্ঞানী

সমাজের প্রতিপাদের ভাঁজ বুঝি

নষ্ট সময়গুলোকে জয় করতে জানি,

জীবনবোধের আড়ালটাকে মূল্য দিতে জানি…

তবুও মানুষের মিথ্যের জালে আটকা পড়ি

তুচ্ছ করে সমাজ থেকে

নিন্দার কাটায় বিধেঁ বিধেঁ আহত হৃদয়ে

বার বার বেরিয়ে পরি

আমি জ্ঞানী……..

আমি একা হওয়ার পথ গুনি

হাজার মানুষের সাথে নিজেকে আলাদা করি

মূল্যবোধ দিয়ে, সত্যকে মনে যাপন করে

তবুও আমাকেই সইতে হয় সকল উসকানি…

আমি ভাগ্যাহত জাতি….

আমি জ্ঞানী, দেশের বোঝা ভারি

এ কোন দেশে বাস করছি আমি ?

 

 

 

মনে প্রশ্ন অনেক

উত্তর দেবে কে ?

কেউ কি আছেন

এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ?

তবে কি আর এই থমকে যাওয়া প্রশ্নগুলো…

সারাটা জীবন প্রশ্নই থেকে যাবে

আর দুখরে দুখরে কেঁদে মরবে

এ স্বাধীন দেশের ফাটা হৃদয় ?

 

সাঈদ চৌধুরী   

রচনাকাল ০৬/১২/২০১৩ ইং (সকাল :   ৬.৩০ মিনিট)

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top