Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কাকে বিশ্বাস করবো

: | : ০৬/১২/২০১৩

কাকে বিশ্বাস করবো আমি…
বিশ্বাস করে করে হেরেছি বহুবার ,
বিশ্বাস করে তোমাকে অন্যকে…
যারা নারী… যাদের বিশ্বাস করেছি যতবার ।

ভালবেসেছি মন প্রাণ দিয়ে
কাছে টেনেছি …যা আছে আমার…
সে সব উজাড় করে দিয়েছি বিলিয়ে ,
আমি বুঝিনি তাঁদের প্রতারণা
বুঝিনি তাঁদের ছলনার চালাকি
কতোটা স্বার্থপর দিখিনি তা মিলিয়ে ।

তারপরেও বলেন বহু নারীরা
আমার কথায় বারংবার মিথ্যে বলে ,
কি করে বলি আমি দোষী নই
আমি কেন তাঁদের কথায় সহজেই যাই গলে ।

প্রতিনিয়ত তাঁরা হয়তো মনে করেন
এর সাস্তি তাঁদের হবেনা কভু ,
কিন্তু আমি জানি তাঁদের কঠিনতম বিচার হবে
বিচার করবেন তোমার আমার প্রভু ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top