Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার ভয় হয় ।

: | : ০৬/১২/২০১৩

সজ্ঞানে অজ্ঞান হওয়ার মতো র্নিবুদ্ধিতা আমাদের মতো আর কেহ এত সহজ এবং সাবলীলভাবে দেখাতে পারে কিনা আমার সন্দেহ আছে । আমরা এই অজ্ঞান জ্ঞান আমাদের উওরাধিকারী হতে ধার করে অতীত ঐতিহ্য যেমন সমুজ্জ্বল করে চলছি তেমনি ভবিষৎতের কাছেও একপ্রকার চ্যালেঞ্জ রেখে যাচ্ছি । আমাদের সজ্ঞানে অজ্ঞান হওয়ার এমন সহজাত প্রতিভা আমাদের সমস্ত আশা আকাঙ্খা ধ্বংস করলেও , ঐতিহ্যের আভিজ্যেতে কেউ কাউকে সহজ মুক্তি দিতে অপারগ । তাই যার যার যুক্তি অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করতেও আমাদের শির থাকে উঁচু । এই উঁচু শির আমাদের কোথায় নেয় কে জানে ? তাই ভয়ে আছি ।

সত্য বলা এবং সত্যটা বোঝার সামর্থ্য যেভাবে সীমিত হয়ে আসছে তাতে আমার ভয় হয় আমাদের পতন বোধহয় বিধাতা ব্যতীত আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ।

 

…………………………………………..নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top