Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

: admin | : ১৮/০৬/২০১৩

পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে)। গল্পটি মাত্র ৬টি শব্দে লেখা।

 

এই ধরনের গল্পগুলো ‘ফ্লাশ ফিকশন’ হিসেবে পরিচিত, এগুলো এক একটি সম্পূর্ণ গল্প যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, কিন্তু তার একটি রেশ পাঠকের ভেতর থেকে যায়। কথিত আছে আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিগদের সাথে ১০ ডলারের বাজি ধরেন যে তিনি মাত্র ৬টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন এবং তিনি  বাজি জিতে ছিলেন।

 

গল্পটি ছিল এমন :

For sale. Baby shoes. Never worn.

 

গল্পটির বাংলা অনুবাদ :

বিক্রির জন্য। শিশুর জুতা। ব্যবহৃত নয়।

 

 

গল্পটির অর্থ বুঝতে পারলেন কি কিছু? গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে। বুঝলে বুঝতে হবে নিজের মতো করেই।

 

এবার বলছি গল্পটির ভাবার্থ — ”বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি।” ৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি। কী ভীষণ বেদনাদায়ক, তাই না!

 

মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তিনি সাতটি উপন্যাস, ছয়টি ছোট গল্প সংকলন এবং দুইটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশ করেছিলেন। তাঁর মৃত্যুর পরে আরও তিনটি উপন্যাস, চারটি ছোট গল্প সংকলন এবং তিনটি নন-ফিকশন গ্রন্থ প্রকাশিত হয়েছিল। তাঁর প্রকাশিত গ্রন্থের অনেকগুলোই আমেরিকান সাহিত্যের চিরায়ত(ক্লাসিক) গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

 

এখানে পৃথিবীর আরেকটি ক্ষুদ্রতম গল্প বা  ‘ফ্লাশ ফিকশন’-এর কথা উল্লেখ করা যেতে পারে। ‘Knock’ নামের এ গল্পটির লেখক Fredric Brown (ফ্রেডরিক ব্রাউন)।  এটা  আাবার পৃথিবীর সংক্ষিপ্ততম ভূতের গল্প।  ফ্রেডরিক ব্রাউনও একজন আমেরিকান লেখক।

 

 

গল্পটি হলো এমন :

“The last man on Earth sat alone in a room. There was a knock on the door…”

 

গল্পটির বাংলা অনুবাদ :

পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন। হঠাৎ কে যেন তার দরজায় নক করল…।

 

নিশ্চয়ই পাঠকের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। দরজায় কে নক করলো, কেন? এজন্যই দুটি লাইন হয়ে উঠেছে একটা গল্প। দারুণ মজার, তাই না।

 

-সংগ্রহীত

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top