Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হায় বিধাতা এ ও ছিল কপালে ।

: | : ০৭/১২/২০১৩

হায় বিধাতা এ ও ছিল কপালে । এমন সুযোগ  দিয়ে কেন কেড়ে নিলা ।

 

শুধুমাত্র নির্বাচন কমিশনের ব্যর্থতায় নামের আগে এমপি শব্দটা লাগাতে পারলাম না । আগে যদি একটু আওয়াজ দিত তাহলে ঘটি-বাটি বিক্রি করে হলেও একখানা মনোনয়ন পত্র কিনতাম । নির্বাচন কমিশন কত দলের জন্য কত কিছু করল, একটা আস্ত দল পর্যন্ত পয়দা করে ফেলল । অথচ আমাকে একটু আওয়াজ দিল না । কি নির্মম নিষ্ঠুরতা ।

 

লক্ষীপুর-৩ আসনে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় আপাতত সেখানে এমপি খুঁজে পাওয়া যাবে না (অবশ্য আপিল করার সুযোগ আছে )। অথচ আমার মতো কত লোক নামের আগে ঐ শব্দটা লাগাতে  নিত্য উসখুস করে । কিন্তু সুযোগের অভাবে আমাদের খায়েস পূরন হবার নয় । আজ যখন সুযোগ এলো তখন আমার মতো মানুষের আর কিছু করার নেই । শুধুমাত্র নির্বাচন কমিশনের ব্যর্থতায় আমাদের খায়েস পূরন হলো না । এর দায়ভার কে নিবে ?

 

অতি সহজ সুযোগ সহসাই হারিয়ে গেলো । আমি নামের আগে এমপি শব্দটা লাগাতে পারলাম না । নিজেকে আজ বড় ব্যর্থ মানুষ মনে হচ্ছে ।

 

 

……………..নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top