মালিক খুঁজছে দেশ প্রেমিক মালি
পূর্ব সূরিদের অবহেলায় বাগান খানি ছিল উজাড় প্রায়
আস্থা,ভালবাস আর বিশ্বাসে দায়িত্ব দিল তোমায় ।
ডাল পালা,পাতা,ফুল ও ফলগুলো ছিঁড়ছে
নতুন সতেজ চারা গোড়া থেকে ও তুলছে,
ভাই-বোন,বন্ধু,প্রতিবেশী প্রসংশা করেছিল এই ভেবে
তোমার পরিচর্যায় বাগান খানি আরও সুন্দর সুনিপূণ হবে ।
হরেক পাখির কোলাহল,সতেজ ফুল-ফলের সমাহার
বাগান খানি হবে সকলের সমান ভোগের,
তোমার,সহ-যোগিদের অবহেলা,অতি ভোগবিলাস
ঘূণে ধরেছে বড় বড় সব গাছ,বাকিরা মৃত প্রায় আজ।
কথা দিয়েছিলে-যত আছে পঁচা আবর্জনা করবে সাফ
থাকবেনা সেই ফনা তোলা বিষক্ত সব সাপ,
ধূয়ে করবে তকতকে,বৃক্ষের ছায়া তল
পাবে সুযোগ সকলে সমান
তুমি কী রেখেছ সেই মান ?
কথা ছিল বাগান খানি স্বযত্নে রাখবে
থাকবে মালির ভুমিকায়
কেন আজ বাঁধা পাখ পাখালির ডালে বসায় ?
আজ তুমি একক ভক্ষক অতি অহমিকায়
বাগানের চারপাশ ভরেছো আগাছায় ।
তুমি সদা ব্যস্ত তোমাকে নিয়ে পরন্ত বেলায়
তুমি মেতেছো নতুন নতুন খেলায় ।
মালিক আজ খুঁজছে দেশ প্রেমিক মালি
যে বাসবে ভাল দেশমাতাকে হিংসা বিদ্বেষ ভূলি ।
দাড়াতে হবে পরীকায়, পাশ ফেল মালিকের ভোটে
দেখ কার ভাগ্যে কি জোটে।