স্বামী স্ত্রী সম্পর্ক
দুটো অচেনা হৃদয়
অথবা পরিচিত অজানা
মিলেমিশে একসাথে থাকা
সারাদিন মুখোমুখি বসবাস
এরই নাম সংসার
স্বামী স্ত্রীর সংসার…..।
কত বার ভাঙ্গা আর কতবার গড়া
জীবন যুদ্ধে জয়ী হওয়া
দুটো হাত একসাথে
দুটো চোখের চারটি নয়ন
দিবানীশি ভালোবাসে অনিয়ন্ত্রন
মাঝে মাঝে অন্তরিক্ষে মিশে যাওয়া
নিঃশ্বাসের শব্দ, দুরু বুকে
কাছে আশার তীব্র আকাঙ্খা
উদাম গায়ে যুগল ছন্দ
সম্পর্কের নতুন আবেশে জড়িয়ে যাওয়া
এ যেন এক অতি সর্গীয় আনন্দ
স্বামী স্ত্রীর সম্পর্ক……।
অযাচিত না পাওয়া
ভালোথাকার অভিনয় করেও পথচলা
বুঝতে না দেওয়া দুঃখগুলো,
একে অপর থেকে লুকিয়ে গিয়ে
হাসি মুখে লুটিয়ে পড়া
এ যেন এক অপলক চেয়ে থাকা
স্বামী স্ত্রীর সম্পর্ক……
সকাল থেকে শুরু করে সন্ধা
সন্ধা থেকে রাত
দুজন দুজনের অপেক্ষা
নতুন আনন্দে পথচলা…..
সন্তানের বাবা মা ডাকে
সব ভুলে থাকা
অপুর্ণতাকে জয় করা
নিবির ভালোবাসায় নিজেদের খুজেঁ পাওয়া
অল্প স্বল্প খুনসুটিতে
ভালোবাসার তীব্রতা বৃদ্ধি পাওয়া
এ যেন বহমান ভরা যৌবনা নাব্যতায়
রিমঝিম বৃষ্টির শব্দ
স্বামী-স্ত্রীর মধুর সম্পর্ক….।
সাঈদ চৌধুরী
রচনাকাল ০৭/১২/২০১৩ ইং (সকাল :৬.৩০ মিনিট)