Top today
নেট-পেট
পড়ার ফাঁকে একটুখানি, যেই বসেছি নেটে
রেগেমেগে আম্মু এসে, মারলো গুঁতো পেটে
বলল আরো ঝেংরা মেরে, বন্ধ করো নেট
এসবে আর ভাত দেবেনা, ভরবেনানে পেট
পেটের ক্ষুধা ভাত মেটাবে, মনের ক্ষুধা নেট
বলেছিলাম আস্তে করে, মাথাটা করে হেট
পড়ার ফাঁকে একটুখানি, যেই বসেছি নেটে
রেগেমেগে আম্মু এসে, মারলো গুঁতো পেটে
বলল আরো ঝেংরা মেরে, বন্ধ করো নেট
এসবে আর ভাত দেবেনা, ভরবেনানে পেট
পেটের ক্ষুধা ভাত মেটাবে, মনের ক্ষুধা নেট
বলেছিলাম আস্তে করে, মাথাটা করে হেট