Top today
নিয়েছি তালিম রাজনীতি থেকে
এসেছি এক কমিউনিটি সেন্টারে
ওর এক বন্ধুর বিয়ের দাওয়াতে।
বেচারা বন্ধু সংকোচে ম্রিয়মান
ওর এক বন্ধুর বিয়ের দাওয়াতে।
বেচারা বন্ধু সংকোচে ম্রিয়মান
দেশের বিদ্যমান সংকটে
তার এই বিয়েতে।
ও বলল চিয়ারস চিয়ারস
বন্ধু আনন্দ কর।
বন্ধু আনন্দ কর।
এই দেশ থাকবে এরকমই
যার পরিবর্তন হবেনা কখনই।
তুই আমি কি সব প্রাকৃতিক
বা জৈবিক জিনিস বাদ দিয়ে
দিব? তা কি হবে?
যার পরিবর্তন হবেনা কখনই।
তুই আমি কি সব প্রাকৃতিক
বা জৈবিক জিনিস বাদ দিয়ে
দিব? তা কি হবে?
সম্ভব কখনও?
ও জোর করে
টেনে নিয়ে আসলে
নাচের ভঙ্গিমায় ফ্লোরে
বললে রাত পার হবে
আজ নাচে গানে।
টেনে নিয়ে আসলে
নাচের ভঙ্গিমায় ফ্লোরে
বললে রাত পার হবে
আজ নাচে গানে।
আমার হাত ধরে
টান দিয়ে বললে
সুন্দরী আজকে তোমাকে
নাচে গানে এমন মাতাব।
টান দিয়ে বললে
সুন্দরী আজকে তোমাকে
নাচে গানে এমন মাতাব।
রক্ষে কর আমি বললাম
নাচতে জনিনা।
সেই ভার আমার
তোমাকে নাচানোর।
নিয়েছি তালিম রাজনীতি থেকে
কিভাবে নাচা যায় আর
কিভাবে নাচানো যায়
আমাদের জনসাধারনকে।
নাচতে জনিনা।
সেই ভার আমার
তোমাকে নাচানোর।
নিয়েছি তালিম রাজনীতি থেকে
কিভাবে নাচা যায় আর
কিভাবে নাচানো যায়
আমাদের জনসাধারনকে।