Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

এই হেমন্তে……..

: | : ০৮/১২/২০১৩

শিশির বিছানো ঘাসে আর;
শিউলি ঝরা পথের উপর দিয়ে নি:শব্দে
যে কখন চলে গেলো আমার প্রিয় শরৎ;
কেনো না বলে চলে গেলে শরৎ তুমি?
এখনো শুভ্র মেঘের ভেলায় ভাসিনি তো!
শুভ্র কাশফুল ছিঁড়ে ছিঁড়ে আকাশে উড়াইনি!
বিষন্ন আকাশ, বিষন্ন কাশের গুচ্ছ রেখে গেলে;
আর এক বুক হতাশা…..
শরৎ তুমি আসবে বলে অপেক্ষায় থেকেছি কত!
শুভ্র মেঘের আকাশজুড়ে উড়াউড়ি মন্ত্রমুগ্ধ উদাস নয়নে দেখা হয়নি;
নদীকূলে কাশের শুভ্র তরঙ্গ কম্পনে নিজেকে হারাতে পারিনি।
উঠোনের কোণায় শিউলীর শুভ্রতার পসরা সাজিয়ে অজস্র মালাও যে হয়নি গাঁথা!
গুচ্ছ গুচ্ছ দুপাটি আঙ্গিনায় আঙিনায় ফুটেছিল আবার ঝরেও গেলো অগোচরে;
অরুণ আলোর রক্তিম আভার প্রকৃতির,
লজ্জানম্র অসহ্য রূপকান্তি দেখতে যদি একটু সময় দিতে!!!
মাটির শ্যামলিমায় চাঁদের ঢেলে দেয়া জোছনাধারা দেখিনি প্রাণ ভরে;
অবহেলায়, অবেলায় জেগে থেকেও নিদ্রাচ্ছন্ন থেকেছি রাতভর।
স্নিগ্ধ বাতাস; ডালে ডালে দোয়েল পাপিয়ার সুরমুর্ছনা হারিয়ে গেলো,
বড্ড দেরী হয়ে গেলো ঘুম ভাঙ্গতে বুঝি;
শরৎ চলে গেলে, দিয়ে গেলে আগুন,
বাতাস কালো করা ধোঁয়া;
দগ্ধাক্ত দেহ নিয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই;
হাসপাতালজুড়ে কান্নার রোল
সবুজ ঘাসে রক্তের চিহ্ন;
গরীব অসহায়দের রাস্তায় পড়ে থাকা লাশ;
প্রতি মুহুর্তে টে টে টুস টুস শব্দ তরঙ্গ ভেসে বেড়ায় বাতাসে;
এই বুঝি পড়ল কোন অসহায়ের লাশ;
মুহুর্মূহ আওয়াজে আতঙ্ক প্রতি পলে।
শরৎ শুভ্রতার সাথে নিয়ে গেলে মাতৃভূমির পবিত্রতা;
পড়ে রইল স্বার্থপরতার রাজনীতি; ক্ষমতার লড়াই;
হিংস্রতা, মানুষ গুম আর
অসহায় মায়ের চোখের জল….
আজ এই হেমন্তে শরৎ তোমায় বড্ড মিস করছি….

https://lh4.googleusercontent.com/-RSe-U5o9Vxk/UqPxaoEr1rI/AAAAAAAAYfY/yiTFgTxbAmM/w506-h281/11094.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top