Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অভাব

: | : ০৮/১২/২০১৩

অভাবের কঠিন আঘাতে ঝরে যায় আশা ভালোবাসা

সব লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়।

অভাবের বিষাক্ত ছোবলে

ফুলশয্যা রাতেও প্রিয়ার বাহু পাশে জ্বালা ধরে বুকে।

 

অভাবের আগমনে নিভে যায় স্বর্গের বাতি

অন্ধকারে শয়তান এসে চুপিচুপি হাত ধরে ডাকে।

সে ডাকে মন নাচে সর্বনাশার তালে;

অশান্ত জীবন আনন্দ খুঁজে ফেরে ধ্বংসের গভীরে।

 

অভাবের সুরের তীক্ষ্মতায় প্রিয়তমা দুরে চলে যায়

সুন্দর আর কল্যাণের মালা পড়ে থাকে অবহেলায় ।

এ জীবন

পৃথিবীর পরে হয়ে ওঠে ম্লান; দুর্গন্ধযুক্ত এক আর্বজনা।

 

অভাব পরাজয়ের পতাকা নিয়ে মিছিলের আগে চলে

যেখানে সে যায় মিছিল আরো দীর্ঘ হয়

অভাব তাড়নায় সুরের ছন্দ আর্তনাদ করে ওঠে।

 

অভাবের বিষাক্ত ছোবল যে সহেছে নির্ভীকচিত্তে

সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায়;

যারা এ পৃথবীতে এনেছিল শান্তি, এনেছিল কল্যাণ

সবাইকে অভাবের আগুন পুড়িয়েছে, করেছে মহান-চিরস্মরণীয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top