Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

লক্ষী মেয়ে

: | : ০৯/১২/২০১৩

 

 

এই যে মেয়ে
শোন কথা
শোন মন দিয়ে
কথায় কথায়
আম্মু বকে
থাকো বুঝি ভয়ে ?

 

আম্মু যখন
বুঝবে মেয়ে
মস্ত ছড়াকার
জড়িয়ে  বুকে 
বলবে তোমায়
লক্ষী মেয়ে আমার।

.

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top