Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্নের অপস্বপ্ন

: | : ০৯/১২/২০১৩

দূরে,তুমি দূরে
তবু স্পষ্টভাবে বুঝতে পারি তোমার আহবান,
মনে সংশয়,যদি হাত বাড়াই
নিষ্ঠুরভাবে ফিরিয়ে দিবে নাতো?
উত্তর মেলে না কিছুতেই
আপনা-আপনিই থমকে দাড়ায়।
অসংখ্য মানুষের ভীড়ে আর অসংখ্য স্বপ্নের বিনির্মানে
যে এনে দিয়েছে অনন্ত সম্ভাবনা;
তার বিষন্ন মুখ
মুখে হালকা বিরক্তি
আমায় মৃদু অপমান;
আমায় হারিয়ে দেয় দূর অজানায়
সকল সম্ভাবনাময় স্বপ্ন একে একে ধূলিসাৎ হয়ে যায়,
আমি হয়ে পড়ি ক্লান্ত-প্রাণ এক মানুষ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top