Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অব্যর্থ স্মৃতিকাতরতা

: | : ১০/১২/২০১৩

অনেকদিনের চেনা মুখগুলো,
অচেনা মুখের মাঝে –
হামেশাই ভেসে উঠে,
রোদ-ছাঁয়া খেলায়, বর্তমান হেরে যায় ;
ভ্রম ভাঙে,
অবাক দৃষ্টি যখন কড়া নাড়ে !
হাসি পায়, সে দৃষ্টির প্রশ্ন বোঝে…..
হঠাত্ই মনে হয় হাজার মাইল ঘুরে এলাম,
একে অসহ্য বলতে পারি না,
উপভোগ করি ;
ফড়িংয়ের পিছু ছুটে চলা
গ্রাম্য বালকের ন্যায়,
আমিও উড়ে চলি –
অব্যর্থ স্মৃতিকাতরতায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top