Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কবিতা আজকে তোমার ছুটি

: | : ১০/১২/২০১৩

কবিতার খেরো খাতা আজ রেখেছি তুলে
মোটা লাল কাপড়ে বাঁধাই করা,
যেখানে লেখা আছে ছন্দপতনের গল্পগাঁথা
কাব্যে এবং ছন্দে, দ্বগ্ধ হৃদয়ের কথা
বিশুদ্ধ কিন্তু গোপন রহস্যে,
অপ্রকাশিত সত্যের সূক্ষ বুনন।।

কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
বইবে না আজ দখিনা বাতাস,
কবি আর কবিতার আজ হবেনা মিলন।।

আজকে আমার বদলে যাওয়ার দিন
বদলে যাবে অবুঝ মনের সবুজ কাব্য,
আজ হবেনা সত্যপ্রকাশ,আজকে শুধু
হিসাব নিকাশ, খেরো খাতার শুভ্র পাতায়
লিখবো না কিছুই আজ,
সত্যগ্রহে আসছে দিনে কাব্য হবে খনন।।

ছবিঃ অন্তর্জাল

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top