অন্য রকম তুমি ।
মনের মাধুরী মিশিয়ে
তোমাকে দেখেছি কত
তোমার চোখে
হাজারো স্বপ্ন শত
বার বার হারিয়েছি
নীল চোখে অবিরত
পরিবর্তিত তোমাকে
দেখতে পাইনি কখনও
চোখের আড়াল হলেও
মনের আড়াল নয়ত….
তুমি আমার প্রিয়তম ।
ঠান্ডা পানিতে দাঁত শিরশির
তোমার ব্যস্ততম দৌড়াদৌড়ি,
ভাপা পিঠা খাওয়ার সময়
হাতের আঙ্গুলে এক চিলতে
গরমে হাত মুখে ঠেসে ধরা
দেখেছি তোমার চোখে
জল ভরা……
আমার বিন্দু দূরুত্বে
তোমার বিষন্ন হয়ে ওঠা
আমার এতটুকু বিচলতায়
তোমার অশ্বস্তি……
আমাকেও অবাক করে
আমার প্রতি তোমার অভিব্যাক্তি
পরিবর্তিত তোমাকে
দেখতে পাইনি কখনও
তুমি, সেই তুমি
যে তোমার ভ্রু কুচকানোও
আমার নজরের বাইরে নয়
তোমার বাহুর ভাজও
জড়িয়ে ধরে শুধু আমাকেই
তুমি, সেই তুমিই
আজ অচেনা গন্ধ নিয়ে
বেড়াও গাঁয়ে……!
তোমার সেই বাকা চাহুনী্ও
আজ অন্য কাউকে নিয়ে
যে তুমি, খুব কাছের জন
সে তোমাতে আলাদা প্রান
হস্তান্তর যোগ্য ভালোবাসায়
নিবিষ্ট অন্যজন ।
রচনাকাল ০৯/১২/২০১৩ ইং (সকাল :৬.৩০ মিনিট)