Top today
হাবুল তাবুল
(১)
দুই বাঘিনীর লড়া লড়ি
চিল শকুনের উড়া উড়ি
ভীতু হরিণ ছুটা ছুটি
চলছে লড়াই ফাটাফাটি।
(২)
গাধার কাজ গাধা করে
আধা খায় আধা ফেলে
নেতারা সব তলে তলে
দেশের সম্পদ জলে ফেলে।
(৩)
পুড়ছে মানুষ, মরছে মানুষ
জন দরদী নেতারা সব ঘুমাই
ইদুঁর বিড়াল স্বপ্ন দেখে
গাঁজার নৌকা পাহাড় ডিঙায়।