Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“আমি এবং আমার”

: | : ১১/১২/২০১৩

কত সাম্যের গান কত সুর।

আপন স্বার্থে ঘা লাগিলে আমি তখন অসুর।

ভুলে যাই সব মানবতার ঐকতান।

প্রতিযোগী সবে-কে কত বড় পাষাণ।

আপন স্বার্থের তুলিতে আঁকি বসুধার ক্যানভাস।

আপন ফায়দায় তুলি সম্মতির কোরাস।

 

অপরের স্বার্থের হোক সলিল সমাধি।

আমি কেবল আমার স্বার্থের সারথি।

শুধু আমার চাই মহাজনের গদি।

ভয়াবহ মানব ব্যাধি।

 

এতটুকু স্বার্থ পরিত্যাগে অপারগ।

সবারই ত্যাড়া ঘাড়ের রগ।

জোয়ান,বুড়ো,মৃত্যু পথযাত্রী।

আপন স্বার্থের একনিষ্ঠ সান্ত্রী।

আপন স্বার্থের তপস্যায় ভুলে যায় রক্তের বন্ধন।

শুধু আমি আর আমার স্বার্থ-কলবের স্পন্দন।

 

কত কলম আর কত খাতা।

বড় বড় নীতি কথায় ভরে ফেলি পাতা।

তবু পার হতে পারিনি স্বার্থের গণ্ডি।

আপন স্বার্থের জালে সবে বন্দি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top