Top today
দুঃসময়ের কবিতা-১
আমাদের চারদিকে এখন শুধুই
ফেনিল আঁধার খেলে কবরের মতো;
জীবনের ফ্যাকাশে শরীরে বিশ্বাসের প্রতারণা দেখে
অসহায় শোকে ভাসে বিহ্বল অস্তিত্ত্ব-
বস্তুতঃ এখোন
আমরা সবাই শৃঙ্খলিত।
আমরাতো বারবার পরাজিত
দুর্নিবার নিয়তির কাছে-
সময়ের কড়িকাঠ গুনে
ম্রিয়মান প্রত্যাশার প্রহর কাটাই।
আকাশের কাছে আর চেয়োনা কো কেউ নীলের প্রসব
তার জঠরে এখন ভীষণ অসুখ;
প্লাবনে বন্যায় কোন মানব সন্তান
‘বাঁচাও.. বাঁচাও..’ বলে চিৎকার করো না-
তোমাকে বাঁচাতে পারে এমন কে আছে?
বস্তুতঃ এখোন
আমরা সবাই শৃঙ্খলিত।
চলো, শৃঙ্খল ছিঁড়বো।।।