Top today
জাগানিয়া
কাকের পাখায় ভর করে সকাল আসে
আমি তোমায় খুঁজি
তখন, তারও আগে, তার পরেও
অনন্তকাল ধরে তোমায় খুঁজবো
কাক ডাকার শব্দের চেয়ে
তোমার অনিয়ন্ত্রিত শব্দ
আমার বেশি প্রয়োজন
কাক ডাকার শব্দ তো কখনোই
মোহনীয় নয়; শুধু সকালে
তোমাকে ছাড়া সকাল
আমায় আলোড়িত করে না
তোমার অবোধ্য শব্দ
নাড়া দিয়ে যায়
আমায় জাগিয়ে রাখে
অতঃপর জাগো তুমি
আমার জন্য তোমার জন্য
আরও অনেকের জন্য
অনেক কিছুর জন্য