এমন যদি হত
ম্যাডাম খালেদা জিয়া আর শেখ হাসিনা হেসে হেসে একে অপরের সাথে কথা বলছেন।রুমের ভিতর বসে আছেন প্রায় ঘন্টাখানেক।শেখ হাসিনা দাওয়াত দিয়েছিলেন।বলেছিলেন,নিজ হাতে রান্না করে খাওয়াবেন।খালেদা জিয়া এ সুযোগ ছাড়তে রাজি নয়।প্রধানমন্ত্রীর হাতে রান্না খাওয়া বলে কথা।দুইজনে এমন সুখ দুখের কথা বলছেন যেন তারা একে অপরের খুব প্রিয় মানুষ।একেবারে ভুলেই গেছেন তারা যে একে অপরে বিরোধী দলের প্রধান।একে অপরে মাঠে ময়দানে কত কথাই না বলেছেন একে অপরের বিরুদ্ধে।শেখ হাসিনা খালেদা জিয়ার হাত ধরে বললেন-খালাম্মা মাপ করবেন,আপনি এমন চমৎকার একজন মানুষ,অথচ প্রতিনিয়ত আপনার নামে কত কথাই না বলেছি।
খালেদা জিয়া মুখে মৃদু চাপড় মেরে বলবেন-আরে বোকা মেয়ে,আমি কি তোমার নামে কম কথা বলেছি?সে সব মনে পড়লে এখনো লজ্জায় আমার মাথা কাটা যায়।
এই বলে দুজনে একসাথে হেসে উঠে।
-খালাম্মা আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর।
-আর তোমার নিজেরটা,দেখলে তো মনে হয় মোনালিসা তোমার কাছে ফেল মেরে যাবে।
-কি যে বলেন খালাম্মা?
-বিশ্বাস না হলে আয়নার সামনে দাড়াও?
শেখ হাসিনা আয়নার সামনে দাড়ায়।
-খালাম্মা আসেন।
খালেদা জিয়া আর শেখ হাসিনা আয়নার সামনে পাশাপাশি দাড়ায়।শেখ হাসিনা হেসে বলেন-আমি হরফ করে বলে দিতে পারি আপনি আমার থেকে বেশি সুন্দরী।
-না তুমি,আরে বোকা মেয়ে নিজের মুখের দিকে একবার তাকিয়ে দেখ।
-দেখেছি,দেখেই বললাম।
-না তুমিই বেশি সুন্দরী।
দুজনের মধ্যে তর্ক চলতেই লাগল।অবশেষে নিরাশ হয়ে দুজনে বসে পড়ল।কিছুক্ষণ পর শেখ হাসিনা বললেন-আপনি কেয়ারটেকার সরকার চান?
-না আগে চেয়েছিলাম,এখন আর চাই না।
-তাহলে কি চান এখন?
-সর্বদলীয় সরকার।
-না,সে হবে না।আপনি এতদিন ধরে যার জন্য আন্দোলন করছেন,সে কেয়ারটেকার সরকারই আপনাকে দিচ্ছি।
খালেদা জিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন-সে কিছুতেই হবে না।তোমরা যে ভাবে ইলেকশন করতে চেয়েছিলে সেভাবেই হবে।
-ভাল ঝামেলায় ফেললেন খালা।
-দিতে পারি এক শর্তে।
-আমি যেকোন শর্তে রাজি।
-আপনাকে এর প্রধানমন্ত্রী হতে হবে।এত ঝামেলা আর সহ্য হচ্ছে না।
-না আমি কেন হব?তুমি আছ তুমিই থাকবে।
-আমি আর পারছি না খালা।
এই বলে খালেদা জিয়ার হাতটা চেপে ধরেন।